২০২৬ সালের সরকারি ছুটি ২৮ দিন, শুক্র-শনি ১১ দিন

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আগামী বছরের সরকারি ছুটি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের এই সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, 'ছুটি অনুমোদন হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মোট ২৮ দিন। কিন্তু তার মধ্যে ১১ দিন শুক্রবার-শনিবার। সে জন্য প্রকৃতপক্ষে ছুটিটা হবে ১৫ দিন। এটা আজকে অনুমোদন হয়েছে।'

Comments