আশুরার ছুটিসহ ৩ দিনের বর্ধিত সাপ্তাহিক ছুটি পাবেন সরকারি কর্মচারীরা

বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির সমাধানে কমিটি
ছবি: সংগৃহীত

জুলাইর প্রথম সপ্তাহে বর্ধিত সাপ্তাহিক ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। শুক্র, শনির সঙ্গে আশুরার সরকারি ছুটি যোগ হয়ে টানা তিন দিন নিকটজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন তারা।

আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগের দুই দিন, অর্থাৎ ৪ জুলাই শুক্রবার ও ৫ জুলাই শনিবার সরকারি কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। 

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।  

যার ফলে, আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র মহরমের মাস। সে অনুযায়ী, ৬ জুলাই পবিত্র আশুরা পালন করা হবে।

গতকাল সন্ধ্যায় বায়তুল মুকাররমের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারী-কর্মকর্তারা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি উপভোগ করেন।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষেও তারা ৯ দিনের ছুটি পেয়েছিলেন।

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago