মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে ‘থিয়েটার’র বিশেষ আয়োজন

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী। ছবি: সংগৃহীত

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে নাট্যদল 'থিয়েটার' এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামীকাল বৃহস্পতিবার এই বিশেষ দিনে নিউ বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ফরে, নবীন প্রজন্ম যারা মুনীর চৌধুরীকে দেখেনি, তাদের সুযোগ হবে মুনীর চৌধুরীর কাছের মানুষের মুখ থেকে সরাসরি তার সম্পর্কে শোনা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ মুনীর চৌধুরীর সান্নিধ্যে আসা দুই কৃতী ব্যক্তিত্বের আলাপচারিতা। এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এই দুই বরেণ্য শিক্ষাবিদ মুনীর চৌধুরীর শিক্ষকতা, সাহিত্যকর্ম, প্রগতিশীল চিন্তা ও আদর্শ নিয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় ও স্মৃতিচারণ করবেন। আলাপচারিতা পর্বটি সঞ্চালনা করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

Comments

The Daily Star  | English

CA joins namaj-e-janaza of Hadi

The namaz-e-janaza is administered by Hadi's elder brother, Mawlana Dr Abu Bakar Siddique

12m ago