পরিচয় শনাক্ত করতে ১১৪ জন জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে, রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
তিনি বলেন, 'এই কবরস্থানে যারা নাম-পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন, তাদের পরিচয় তখন যাচাই-বাছাই করা হয়নি। তাদের পরিচয় উদঘাটন করা জাতির প্রতি আমাদের একটি দায়িত্ব। আজ সেই মহান কাজের সূচনা হলো।'
মো. ছিবগাত উল্লাহ আরও বলেন, 'জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) মাধ্যমে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত ৪০ বছরে ৬৫টি দেশে এ ধরনের অপারেশন পরিচালনা করেছেন।'
এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে উল্লেখ করে সিআইডি'র ওই কর্মকর্তা বলেন, 'অজ্ঞাত শহীদদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং আদালতের নির্দেশে এ কাজ পরিচালিত হচ্ছে।'
আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হচ্ছে বলে জানান তিনি।
সিআইডি জানায়, মরদেহ শনাক্তের জন্য ইতোমধ্যে ১০ জন আবেদন করেছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শহীদের সংখ্যা ১১৪ জনের বেশি। মরদেহ উত্তোলনের পরই প্রকৃত সংখ্যা জানা যাবে।
মরদেহের ময়নাতদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও প্রোফাইল তৈরির পর ধর্মীয় মর্যাদায় পুনঃদাফন করা হবে বলেও জানান সিআইডি'র প্রধান।
বলেন, 'পরিবার চাইলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। সিআইডি'র হটলাইন নম্বরগুলো জানিয়ে দেওয়া হবে, যাতে যে কেউ যোগাযোগ করতে পারেন।'
আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, 'আমি গত তিন মাস ধরে সিআইডি'র সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক ফরেনসিক মান বজায় রেখে এই কার্যক্রম পরিচালনা করা হবে।'


Comments