বরিশালে গ্রেপ্তার হলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত
কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির একটি বিশেষ দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করে।

সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামী পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ওই হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

একই মামলার অন্যতম আসামি ও তৌহিদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)  গ্রেফতার করে।

গত বছরের ২৭ আগস্ট নিহত আশাদুল হোক বাবু'র (৩০) পিতা জয়নাল আবেদীন হাসিনাসহ মোট ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ আগস্ট মামলার এজাহার 

তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোতে ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্ট তৈরির জন্য খ্যাতি অর্জন করেন তিনি।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৮ লাখ ২১ হাজার। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৬৩ লাখ ১০ হাজার। তিনি সেখানে ২০৮টি ভিডিও আপলোড করেছেন।

Comments

The Daily Star  | English

Council of Advisers approve six ordinances, including Labour and RPO

Also cleared proposals to simplify housing services and establish a new consulate general office in Detroit, US

7m ago