তেঁতুলিয়ায় মৌসুমের প্রথম ১০ ডিগ্রির নিচে নামল পারদ

ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত/স্টার

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর মধ্য দিয়ে এই মৌসুমে প্রথমবারের মতো দেশের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা আট দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় হিমালয় থেকে আসা উত্তরী হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। দিনে কড়া রোদ থাকায় কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তীব্র শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। গতকাল বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে ৮–এর ঘরে নামল। আবহাওয়া অধিদপ্তরের মাপকাঠি অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসাবে দেশের সর্ব উত্তরের এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মঞ্জুরুল ইসলাম জানান, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে হাসপাতালে ৫১৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডেই ভর্তি আছে ১৭৩টি শিশু, যাদের অধিকাংশই ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত।

Comments