তফসিল ঘোষণাকে ‘স্বাগত’ জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’

ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নির্বাচন নিয়ে সব সংশয়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

তফসিল ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের পক্ষ থেকে তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং এর সঙ্গে শিডিউলটা কখন ঘোষণা হয় (তা নিয়ে) কিছুটা অনিশ্চয়তা ছিল। কিছুটা সন্দেহ-সংশয়ে আমরা ছিলাম। আজ প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে।'

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান জুবায়ের বলেন, 'আমরা এটাও বলতে চাই যে, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরুদায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে।'

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে সবগুলো পালনে তারা (নির্বাচন কমিশন) সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন।'

'এক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা আমরা আশা করব না, যাতে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠার জন্ম হয়', বলেন তিনি।

এই নির্বাচনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাও পূরণ হবে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে ‍সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জামায়াতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

Comments

The Daily Star  | English
inside story of the attack on Daily Star office

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

2h ago