২ সিটিসহ ২৩৩ স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল
ইসির লোগো | সংগৃহীত

আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

একই দিনে আরও ২৩১টি পৌরসভা, বিভিন্ন সিটি করপোরেশনের ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ বুধবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

তিনি বলেন, প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি।

২০১৯ সালের ৫ মে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরও নির্বাচিত হন।

গত বছরের ১৩ ডিসেম্বর মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হয়।

আরফানুল ২০২২ সালে দুই বারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

33m ago