জবি ছাত্র সংসদ নির্বাচন ২২ ডিসেম্বর

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আজ। ছবি: স্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে ৬ নভেম্বর। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি ও নিষ্পত্তি গ্রহণ করা হবে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত।

১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর মনোনয়ন ফরম বিতরণ করা হবে ১৩ থেকে ১৭ নভেম্বর। 

মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ ও ১৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর। এরপর ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থিতা তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থিতা সংক্রান্ত আপত্তি ও নিষ্পত্তি হবে ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে। এরপর ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করা হবে।

৩ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত, আর প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।

নির্বাচনী প্রচারণা চলবে ৯-১৯ ডিসেম্বর আর ভোটগ্রহণ ২২ ডিসেম্বর।

ভোট গণনা শেষে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

9h ago