জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার ঘটনায় ৩ জন আটক: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় ডিএমপি লালবাগ জোনের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'জোবায়েদ হত্যার ঘটনায় বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত ৩ আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করছি না।'
গতকাল রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলা এলাকার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ ওই এলাকায় উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে প্রাইভেট পড়াতে যেতেন বলে জানা গেছে।
ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি। তবে, গতরাতে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় বংশাল থানা পুলিশ।
জোবায়েদ হত্যায় শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী মাহির রহমানকে প্রাথমিকভাবে মূল আসামি বলে ধারণা করছে পুলিশ। ঈর্ষা থেকেই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ।
জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'হেফাজতে নেওয়া মেয়েটি ও মাহির একই পাড়ায় বড় হয়েছেন এবং স্কুলজীবন থেকে তাদের সম্পর্ক ছিল।'
অভিযুক্ত মাহিরকে তার মা থানায় হস্তান্তর করেছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে উপকমিশনার আহসান উদ্দিন বলেন, 'এ বিষয়ে আমি কিছু জানি না। কাল সকালে বিস্তারিত জানানো হবে।'
'আগামীকাল সকালে আমরা বিস্তারিত বিফ্রিং করব। এছাড়া আপাতত আর কিছুই বলা যাবে না,' যোগ করেন তিনি।
Comments