জকসু রোডম্যাপসহ ২ দাবিতে জবি শিক্ষার্থীদের ভিসি ভবনে তালা

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দিয়ে অবস্থান নেন। ছবি: স্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে প্রশাসনিক ভবন তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক তালাবদ্ধ করে সেখানে অবস্থান নেন। 

এর আগে দুপুর ১২টার দিকে তারা উপাচার্যের কক্ষের সামনে 'ব্রেক দ্য সাইলেন্স' কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা অনেক সময় দিয়েছি। মে মাস থেকে এক–দুই মাসের মধ্যে জকসু নীতিমালা প্রণয়নের কথা ছিল। কিন্তু প্রশাসনের অদক্ষতার কারণে তা হয়নি। আমরা বাধ্য হয়ে আন্দোলনে নামছি। আমাদের দাবি ছিল বিশেষ সিন্ডিকেট ডেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা। কিন্তু প্রশাসন তা করেনি।"

তিনি আরও বলেন, 'এতদিন আমরা বাইরে ছিলাম। এখন থেকে আমরা ভিসি ভবনে থাকব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠব না।'

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবির সদস্যসচিব শাহিন মিয়া বলেন, 'আমরা গত এক বছর ধরে জকসুর দাবি জানিয়ে আসছি। দৃশ্যমানভাবে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি ভবন ছাড়ব না।'

ইসলামী ছাত্রশিবির জবির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, 'প্রশাসনের নীরবতা ভাঙতেই আমাদের এ কর্মসূচি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। কেন এই দীর্ঘসূত্রিতা—তা শিক্ষার্থীদের জানাতে হবে।'

এ বিষয়ে জানতে চাইলে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর চূড়ান্ত নীতিমালা এখনো হাতে পাইনি, তবে কমিটি কাজ করছে। আশা করছি শিগগির হাতে পাব।'

তিনি আরও বলেন, 'নীতিমালা পেলে মঙ্গলবার সিন্ডিকেট মিটিং করে পাস করব। এরপর বুধবার বা বৃহস্পতিবার ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ এলেই জকসু রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago