৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ: ফায়ার সার্ভিস
রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৪০ ফুট গভীরে শিশুটিকে খুঁজে পান তারা।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, রাত ৯টা ৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করেছে। তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা জানা যাবে।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, আজ সন্ধ্যা পর্যন্ত শিশুটি যে খাদে পড়েছিল তার পাশে প্রায় ৫৫ ফুট গভীর একটি সমান্তরাল গর্ত খনন করেন তারা। তখনো শিশুটিকে খুঁজে পাননি।
তবে রাত ৯টার পর শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে পঞ্চন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্ব পাড়া গ্রামের ওই গভীর খাদে পড়ে যায় শিশু সাজিদ।
পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে মাটি বোঝাই একটি ট্রলি হঠাৎ সেখানে দেবে যায়। এ ঘটনা দেখতে রুনা খাতুন তার ছেলে সাজিদকে নিয়ে মাঠে যান। হাঁটার সময় সাজিদ হঠাৎ 'মা' বলে চিৎকার করে ওঠে। তখন পেছনে ফিরে রুনা খাতুন বুঝতে পারেন ছেলে গর্তে পড়ে গেছে। কিছুক্ষণ পর তিনি নিচ থেকে সাজিদের 'মা' ডাক শুনতে পান।


Comments