কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ
ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি কারণে আজ শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টা মেট্রোরেল চলাচল শুরু হয়। কিন্তু বিকেল ৩টা ৫মিনিটে কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, নিজস্ব চাকরি বিধিমালার দাবিতে উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ৫০০ থেকে ৬০০ কর্মী জড়ো হন। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ এবং পরিচালক (অপারেশন) নাদির উদ্দিন আহমেদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া হওয়া যায়নি।


Comments