মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে মৃত্যু: পরিবার পাবে ৫ লাখ টাকা ও ডিএমটিসিএলে চাকরি

ফার্মগেট স্টেশনের পাশে ক্রেন এনে চলছে মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মেরামত কাজ। ছবি: স্টার

ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে একজনের মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে এই কমিটির প্রধান করা হয়েছে।

আজ রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের কাছে ঘটনাস্থল পরিদর্শনের পর সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গঠিত এই কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।

উপদেষ্টা জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া তার পরিবারের একজন যোগ্য সদস্যকে ডিএমটিসিএলে চাকরি দেওয়া হবে।

তিনি আরও বলেন, 'কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, নাকি এটি কোনো নাশকতা ছিল, কমিটি তা তদন্ত করে দেখবে।'

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল স্থগিত হয়ে যায়। এই ঘটনায় আহত হন আরও দুজন।

ফয়জুল কবির বলেন, উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল শুরু হতে আরও সময় লাগবে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিকেল ৩টার দিকে উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়।

বিয়ারিং প্যাড কী

সেতু ও মেট্রোরেলের মতো উঁচু কাঠামোয় ভায়াডাক্ট ও পিয়ারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ওপরের কাঠামো থেকে পিয়ারে ভার স্থানান্তর করা এবং ট্রেন চলাচলের সময় তৈরি হওয়া কম্পন শোষণ করাই বিয়ারিং প্যাডের কাজ।

 

Comments

The Daily Star  | English

Malaysia opens labour recruitment to all eligible Bangladeshi agencies under new system

Agencies must meet strict eligibility standards, including experience, adequate training facilities

Now