শহীদ বুদ্ধিজীবী দিবস

জামায়াতকে আমন্ত্রণ করায় নেত্রকোণায় অনুষ্ঠান বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

ছবি: সংগৃহীত

নেত্রকোণার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

আজ রোববার এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো হয়, 'মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।'

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা শুরু হয়।

ওই আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে— এমন অভিযোগ তুলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা আলোচনা সভা বর্জন করে বেরিয়ে যান।

পরে শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিকভাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নেতাদের মঞ্চে স্থান দেওয়ার প্রতিবাদেই তারা আলোচনা সভা বর্জন করেছেন।

এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারি নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে পৌঁছানোয় তাদের জন্য আলাদা আসন রাখা হয়েছিল। তবে তারা বসতে না চেয়ে ব্যস্ততার কথা জানিয়ে হলরুম ত্যাগ করেন।'

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধারা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতের নেতাদের না রাখার জন্য আগে থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

Comments

The Daily Star  | English

State mourning being observed over death of Hadi

National flag lowered nationwide

36m ago

Unbowed

9h ago