এডওয়ার্ড কলেজ

নিজামী-গোলাম আযমকে ‘সূর্যসন্তান’ বলার পর ছাত্রদল-শিবির উত্তেজনা

ছবি: সংগৃহীত

পাবনা এডওয়ার্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক অনুষ্ঠানে মতিউর রহমান নিজামী ও গোলাম আযমকে মুক্তিযুদ্ধের 'সূর্যসন্তান' হিসেবে আখ্যা দেওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আজ রোববার সকালে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারি হাসান আল মামুন অনুষ্ঠানে বক্তব্য দিতে গেলে এই ঘটনা ঘটে।

মামুন বক্তৃতার শুরুতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এরপর মতিউর রহমান নিজামী ও গোলাম আযমকে মুক্তিযুদ্ধের 'সূর্যসন্তান' হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একদল শিক্ষার্থী সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে ওই বক্তৃতা বয়কট করেন।

এসময় দুই ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে কলেজ অডিটোরিয়ামে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ছাত্রদল পাবনা এডওয়ার্ড কলেজ শাখার যুগ্ম সম্পাদক মো. মাহফুজুর রহমান শ্রাবণ দ্য ডেইলি স্টারকে জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের নাম উল্লেখ করা হয়েছে।

শ্রাবণ বলেন, 'আমরা তার বক্তৃতার প্রতিবাদ জানিয়েছি এবং তা বর্জন করেছি।'

পাবনা এডওয়ার্ড কলেজ শিক্ষক সমিতির সেক্রেটারি অধ্যাপক মো. কলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষকরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল।'

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রধান মো. রুহুল আমিন ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

7h ago