রাকসুতে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস আম্মার

আজ সকালে আনুষ্ঠানিকভাবে রাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ছবি: স্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট বড় জয় পেয়েছে।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।

সহ-সভাপতি (ভিপি) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন তিন হাজার ৩৯৭ ভোট।

ব্যতিক্রম দেখা গেছে সাধারণ সম্পাদক (জিএস) পদে। এতে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোটে জয় পেয়েছেন। শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ৭২৭ ভোট।

শিবির-সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৯৭৫ ভোট। ছাত্রদল-সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন পাঁচ হাজার ৯৫১ ভোট।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ফল ঘোষণা চলতে থাকে। এর আগে সকাল ৮টা থেকে চলে ভোটগ্রহণ। ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ২৮ হাজার ৯০১ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৬৯ দশমিক ৮৩  শতাংশ ভোট পড়েছে।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

58m ago