গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা ৭ সহযোগীসহ গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লা (৪৮) ও তার সাত সহযোগী গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার এনামুলের সহযোগীরা হলেন- শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।
এসআই জুনায়েদ জানান, বুধবার রাতে যৌথবাহিনী বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। পরে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি ব্যাটন, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেইল গান ও একটি চাকু উদ্ধার করা হয়।
বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।


Comments