রাকসুতে ২৩ পদের ২০টিতেই জিতল ছাত্রশিবির

ছবি: স্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট বড় জয় পেয়েছে। ২৩ পদের ২০টিতেই তারা জিতেছে।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।

সহ-সভাপতি (ভিপি) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন তিন হাজার ৩৯৭ ভোট।

ব্যতিক্রম দেখা গেছে সাধারণ সম্পাদক (জিএস) পদে। এতে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোটে জয় পেয়েছেন। শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ৭২৭ ভোট।

শিবির-সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৯৭৫ ভোট। ছাত্রদল-সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন পাঁচ হাজার ৯৫১ ভোট।

সাংস্কৃতিক, নারী, তথ্য ও গবেষণা, মিডিয়া ও প্রকাশনা, বিতর্ক ও সাহিত্য, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পর্কিত সচিব ও সহ-সচিবসহ অন্যান্য অধিকাংশ পদেও শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। 

শিবির–সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন— আবু সাইয়িদ মুহাম্মদ নুন (স্যামি), সহ–ক্রীড়া সম্পাদক; জায়েদ হাসান জোহা, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক; মো. রাকিবুল ইসলাম, সহ–সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক; সাইয়িদা হাফসা, নারীবিষয়ক সম্পাদক এবং সামিয়া জাহান, সহ–নারী বিষয়ক সম্পাদক।

আরও আছেন বিএম নাজমুস সাকিব, তথ্য ও গবেষণা সম্পাদক; সিফাত আবু সালেহ, সহ–তথ্য ও গবেষণা সম্পাদক; মো. মুজাহিদুল ইসলাম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক; আসাদুল্লাহ, সহ–মিডিয়া ও প্রকাশনা সম্পাদক; মুজাহিদুল ইসলাম সাইম, সহ–বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক; ইমরান লস্কর, বিতর্ক ও সাহিত্য সম্পাদক; মো. নয়ন হোসেন, সহ–বিতর্ক ও সাহিত্য সম্পাদক; আব্দুল্লাহ আল মাসুদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক  এবং মাসুমা ইসরাত মুমু , সহ–পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক।

চারটি নির্বাহী সদস্যের পদেও জয় পেয়েছে শিবির–সমর্থিত প্যানেল। জয়ীরা হলেন— মো. দীপ মাহবুব, মো. ইমজিউল হক কামালী, সুজন চন্দ্র ও এবিএম খালেদ।

সিনেট নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট পাঁচটি শিক্ষার্থী প্রতিনিধি আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে। মোস্তাকুর রহমান জাহিদ, ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ও এসএম সালমান সাব্বির শিবির-সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচিত হয়েছেন। বাকি দুটিতে যথাক্রমে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার ও স্বতন্ত্র প্রার্থী আকিল বিন তালেব জিতেছেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। বড় কোনো ঘটনা ঘটেনি। ২৮ হাজার ৯০১ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। ৩৫ বছর এবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। 

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

13h ago