রাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদের ইশতেহারে ১২ দফা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে শিক্ষার্থী প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী তাসিন খান ১২ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন।

তাসিন খান জানান, রাকসু সংবিধানের প্রদত্ত ক্ষমতার আলোকে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নানা জটিল সমস্যার সমাধানই তাদের অঙ্গীকার।

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দীর্ঘ মেয়াদি একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের পাশাপাশি গবেষণা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 'রিসার্চ অ্যান্ড ইমপ্যাক্ট অফিস' প্রতিষ্ঠা করতে চায় সর্বজনীন শিক্ষার্থী সংসদ।

ভর্তি কার্যক্রম, নিবন্ধন, পরীক্ষা ও সনদ প্রদানে একটি সমন্বিত ডিজিটাল সলিউশন চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। এছাড়া, বিজয়ী হলে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আবাসিক হল নির্মাণ ও খাবার ভর্তুকির অর্থায়ন নিশ্চিত করা, রাকসু নির্বাচনকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা এবং সিনেটের মাধ্যমে উপাচার্য নির্বাচন করার উদ্যোগ নেবেন তারা।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রকৌশল শিক্ষার্থীদের জন্য আইইবি স্বীকৃতি, শিক্ষার্থী-নেতৃত্বাধীন খাদ্য ও স্বাস্থ্য মনিটরিং গ্রুপ গঠন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি চালু, বহু-সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ ক্যাম্পাস গড়ে তোলা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের নীতি প্রণয়ন করা হবে।

এছাড়া অভ্যন্তরীণ পরিবহন সংস্কার এবং পূর্ণাঙ্গ শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, 'নির্বাচনী বিধি অনুযায়ী ক্লাস চলাকালে প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ হলেও কয়েকটি প্যানেল নিয়ম ভেঙে প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।'

তিনি আরও বলেন, 'রাজনৈতিক দলের সংগঠনগুলো দলবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছে। তারা ভোজের আয়োজন করছে, উপহার বিতরণ করছে—যা একটি অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago