রাকসু: ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোটগ্রহণ, গণনা পর্যবেক্ষণে সিসিটিভি

রাকসু নির্বাচন উপলক্ষে প্রেস কর্নার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ছবি: স্টার

সাড়ে তিন দশকের বেশি সময় পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন।

সেদিন বিশ্ববিদ্যালয়ের ৯ একাডেমিক ভবনের ১৭ কেন্দ্রের মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ হবে।

আজ মঙ্গলবার রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মমতাজউদ্দিন ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন, ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, জাবির ইবনে হাইয়ান ভবন, জামাল নজরুল ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন এবং জগদীশ চন্দ্র ভবনের দুটি করে কেন্দ্রে এসব বুথ স্থাপন করা হবে। জুবেরী ভবনে একটি কেন্দ্র থাকবে।

ভোট গণনা হবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। 

পুরো ভোটগণনা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল।

এর আগে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি প্রেস কর্নার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

উপাচার্য বলেন, 'রাকসু নির্বাচন কতটা স্বচ্ছভাবে হচ্ছে, গণমাধ্যম কতটা নিরপেক্ষভাবে খবর প্রকাশ করছে এবং সামগ্রিক পরিবেশ কেমন—এসব বিষয় নিয়ে দেশের মানুষের আগ্রহ আছে। গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারবে নির্বাচনের খবর। এজন্য প্রেস কর্নারে ইন্টারনেটসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে।'

গত ২৮ জুলাই রাকসুর তফসিল ঘোষণা হয়। সংশোধিত সূচি অনুযায়ী গতকাল সোমবার প্রচারণা শুরু হয়েছে এবং চলবে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।

রাকসু নির্বাচনে ২৩টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪৮ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন।

পাশাপাশি সিনেট সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৫৮ জন শিক্ষার্থী।

হল সংসদে মোট ৫৯৭ জন প্রার্থী ১৭টি আবাসিক হলের ১৫টি করে পদে লড়বেন। এর মধ্যে ছেলেদের ১১টি হলে ৪৫৯ জন এবং মেয়েদের ৬ হলে ১৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন, যার মধ্যে ১৭ হাজার ৬০০ জন পুরুষ ও ১১ হাজার ৩০৫ জন নারী।


 

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

58m ago