রাকসু নির্বাচনে ভিপি পদে ১৯, জিএস পদে ১৪ প্রার্থী

রাবি ভর্তির আবেদন
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদে মোট ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আজ বুধবার এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের সই করা প্রাথমিক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

তালিকা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে ১৯, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ শিক্ষার্থী প্রার্থী হয়েছেন।

এছাড়া, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৯, সহকারী সম্পাদক পদে ৬ জন; সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১, সহকারী সম্পাদক পদে ৯ জন; মহিলা বিষয়ক সম্পাদক পদে ৭, সহকারী সম্পাদক পদে ৮ জন; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১৩, সহকারী সম্পাদক পদে ৮ জন প্রার্থী হয়েছেন।

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০, সহকারী সম্পাদক পদে ১০ জন; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১০, সহকারী সম্পাদক পদে ৬ জন; বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৭, সহকারী সম্পাদক পদে ৮ জন; পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২, সহকারী সম্পাদক পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া, রাকসুর ৪ নির্বাহী সদস্য পদে ৫৫ জন প্রার্থী হয়েছেন।

মোট ৭টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।


 

Comments

The Daily Star  | English

Water lily tug-of-war continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June..Despite several exchanges of letters and multiple meetings between NCP and the chief election commissioner, other

1h ago