পুরান ঢাকায় গোডাউনে আগুন

ছবি: ফায়ার সার্ভিস

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকার কয়েকটি গোডাউনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি ​​অফিসার রোজিনা ইসলাম জানান, আজ বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন একটি গোডাউন থেকে অন্তত চারটি গোডাউনে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোর পাশে বেশ কয়েকটি ভবন রয়েছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি ফায়ার সার্ভিস।

 

Comments

The Daily Star  | English

Protests held in Sylhet over Hadi’s death, Prothom Alo office attacked

Protests held in Sylhet over Hadi’s death, Prothom Alo office attacked

18m ago