নিরাপত্তা শঙ্কায় প্রার্থিতা প্রত্যাহার: ‘ব্যক্তিগত ব্যাপার’ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: স্টার

নিরাপত্তা শঙ্কায় নারায়ণগঞ্জে বিএনপির এক প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি 'ব্যক্তিগত ব্যাপার' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ গতকাল মঙ্গলবার 'নিরাপত্তা শঙ্কায়' নির্বাচন না করার ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নেই।'

তিনি আরও বলেন, 'নিরাপত্তা একটা বড় ধরনের শব্দ। আপনারাও তো বলতে পারতেন, আমাদের নিরাপত্তা সংকট আছে, আমরা কেউ আসব না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি কেন নির্বাচন করবেন না, এটা হয়তো অনুসন্ধানী সাংবাদিকতা করলে বের করতে পারবেন।'

নিরাপত্তা ইস্যুতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'আমরাও কিছুদিন আগে তাদের তলব করেছিলাম। সাধারণত পররাষ্ট্র বিষয়ে একজনকে তলব করলে আরেকজনও করে। এটাই সাধারণ নিয়ম।'

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, 'তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তিনি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য তার বড় কন্ট্রিবিউশন রয়েছে। আপনারা দোয়া করবেন।'

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Crowds gather at Manik Mia Avenue ahead of Osman Hadi’s Janaza

Army, police and Rab deploy heightened security as hundreds gather near Parliament complex

42m ago