হাদি হত্যার তদন্ত ও বিচারে সহায়তার দায়িত্বে বিশেষ কৌঁসুলি উপদেষ্টা এহসানুল হক সমাজী

জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কৌঁসুলি উপদেষ্টা এহসানুল হক সমাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মফিজুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে মারা যান।

ঘটনার পরদিন ১২ ডিসেম্বর পল্টন থানায় মামলা নম্বর-১৯ হিসেবে একটি হত্যা মামলা করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) করছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনগত পরামর্শ ও সহায়তা প্রদান এবং বিচারকালে আদালতে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য সরকারি আদেশক্রমে এহসানুল হক সমাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, তার এই নিয়োগ অ্যাটর্নি জেনারেলের সমপর্যায়ের মর্যাদা বহন করবে এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার সমান সুযোগ-সুবিধা ও অধিকার তিনি ভোগ করবেন।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে এহসানুল হক সমাজী দ্য ডেইলি স্টারকে জানান, দায়ীদের আইনের আওতায় আনতে তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন।

তিনি বলেন, 'তদন্তকালে যখনই কোনো আইনগত পরামর্শের প্রয়োজন হবে, তদন্ত কর্মকর্তা ও তদন্ত সংস্থার যেন দ্বিধাহীনভাবে আমার শরণাপন্ন হন—এটুকুই বলতে চাই।"

তদন্ত সংস্থার প্রয়োজন অনুযায়ী এবং নিজের জ্ঞানের সীমার মধ্যে থেকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, সনাক্তকরণ ও আইনের আওতায় আনতে তদন্তের স্বার্থে সব ধরনের আইনগত সহায়তা করবেন বলেও জানান তিনি।

সমাজী বলেন, 'আমার পূর্ণ আস্থা, বিশ্বাস ও দৃঢ় প্রত্যয় রয়েছে যে, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব।'

 

Comments

The Daily Star  | English

A tender mother and an unbreakable leader: Tarique remembers Khaleda Zia

He pays tribute in Facebook post, recalling personal loss and her national role

48m ago