কর্মসূচিতে টানা ৩ দিন ১৪৪ ধারা, রাঙামাটি বিএনপি’র প্রতিবাদ

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙামাটিতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে টানা ৩ দিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এই সিদ্ধান্তের নিন্দা প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এটি গণতন্ত্র চর্চার পরিপন্থী বলেও জানান তারা।

গত রোববার রাঙামাটির কাপ্তাইয়ে ১৪৪ ধারা আইন জারি করা হয়। গতকাল সোমবার লুংগদু উপজেলায় এবং আজ মঙ্গলবার সদর উপজেলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমীন এক আদেশে ১৪৪ ধারা জারি করেন। এতে বলা হয় তেল, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ভেদভেদি বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। একই সময়ে আওয়ামী লীগ কর্মসূচি ডাকায় পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা আছে। এমতাবস্থায় ভেদভেদি বাজার ও আশপাশ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে গতকাল সোমাবার খাগড়াছড়ির রামগড় উপজেলাতেও বিএনপির কর্মসূচি থাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

প্রশাসনের এই টানা ১৪৪ ধারা জারির প্রতিবাদ জানিয়ে আজ সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বিএনপি রাঙামাটি পৌর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

আওয়ামী লীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা। এমন কার্যক্রম গণতন্ত্র চর্চা পরিপন্থী বলে নিন্দা জানান তারা।

সমাবেশ শেষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিএনপি।

Comments

The Daily Star  | English
government to split NBR into two divisions

Govt amends three key tax laws to dissolve NBR

This will create two new bodies -- the Revenue Policy Division and the Revenue Management Division

14m ago