বিএনপির গণসমাবেশের ব্যানারে নিহত ৫ নেতা-কর্মীকে স্মরণ

বিএনপির গণসমাবেশের মঞ্চে ব্যানার টানানো হয়েছে। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশের মঞ্চ মূল ব্যানার টানানো হয়েছে। মূল ব্যানারে সম্প্রতি বিভিন্ন সময়ে নিহত ৫ বিএনপির নেতা-কর্মীকে স্মরণ করা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, 'সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত। মঞ্চে টানানো হয়েছে সমাবেশের ব্যানার। ব্যানারে বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়াও সম্প্রতি দেশে বিভিন্ন সমাবেশ ও বিক্ষোভে নিহত ৫ নেতা-কর্মীর ছবি দেওয়া হয়েছে।'

এ সময় সমাবেশস্থল নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শনিবার দুপুরে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। মাঠের পূর্ব পাশে তৈরি হয়েছে মঞ্চ।

সুনামগঞ্জের তাহিরপুর থেকে আসা বিএনপির কর্মী সাদ্দাম মিয়া জানান, 'আমাদের মতো কর্মী প্রাণ দেওয়ায় শীর্ষ নেতাদের সঙ্গে নাম ও ছবি রাখা হয়েছে। এমন সম্মানে আমরা আপ্লুত। সংকটে একজন বিএনপির কর্মী হিসেবে এরচেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।'

শনিবারের সমাবেশে সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, 'সম্প্রতি বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলীয় ও অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন। তাদের স্মরণ করতে সমাবেশের ব্যানারে ছবি দেওয়া হয়েছে।'

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এদিকে সমাবেশের আগের দিন শুক্রবার বিকেল থেকে সমাবেশস্থলে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কিছু সময় পরপর মিছিল ও স্লোগান নিয়ে আসতে শুরু করেন। রাতে সেখানে তৈরি বিভিন্ন ক্যাম্পে থাকবেন নেতা-কর্মীরা।

 

Comments

The Daily Star  | English

Telecom white paper exposes deep-rooted graft

The white paper paints a bleak picture of a sector "structurally misaligned, operationally compromised and failing to deliver trusted, affordable connectivity"

13h ago