পুলিশ-প্রশাসনে রদবদল, নিজেদের মতো করে সাজিয়ে নিতে চাচ্ছে আওয়ামী লীগ: ফখরুল

ফখরুল
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুলিশ ও প্রশাসনে রদবদল করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কতিক ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

ফখরুল বলেন, 'সংবিধানের যখন পঞ্চদশ সংশোধনী পাস করা হলো তখনো আমরা বলেছি, এই সরকার একটি ছদ্মবেশী বাকশাল। অর্থাৎ তখন ছিল ঘোষণা করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা, এখন ঘোষণা না করে গণতন্ত্রের একটা ছদ্মবেশ নিয়ে গণতন্ত্রের মোড়ক দিয়ে একই ব্যবস্থা চালু করা হয়েছে।'

তিনি বলেন, 'মূল কথা হলো আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। আমার কথা বলার অধিকার, লেখার অধিকার, ডেমোক্রেটিক স্পেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন যথেষ্ট; এখানে সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে তাই হচ্ছে, সেলফ সেনসরশিপ করছে, লেখার ইচ্ছা থাকলেও লিখতে পারছে না।'

'এই অবস্থাকে আওয়ামী লীগ এখনো গলার জোরে তীব্র ভাষায় বলে চলেছে—না! বাংলাদেশে গণতন্ত্র আছে। বাংলাদেশে মানুষের অধিকার আছে। এই বিষয়গুলো আজকে নতুন করে বলার কিছু নেই,' বলেন ফখরুল।

আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 'সব কিছু নিয়ন্ত্রণে নিতে হবে, শুরু করে দিয়েছে। কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে, পুলিশের ব্যাপক রদবদল, ব্যাপক পদোন্নতি, ৭৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে আর পোস্টিং করা হয়েছে। কারণ মাথার মধ্যে নির্বাচন।'

'গতকাল দেখলাম সচিবদেরও পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। একই উদ্দেশ্য যে, নির্বাচনকে সামনে রেখে তারা তাদের মতো করে সব কিছু সাজিয়ে নিতে চায়,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

1h ago