বিএনপি নেতা হাবিবুর রহমান গ্রেপ্তার

হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা শিহাব করিম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

আদালত অবমাননা মামলায় হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব।

 

Comments

The Daily Star  | English

Primary teachers launch ‘complete shutdown’ over unmet demands

They will hold protest rallies in front of every upazila education office today

30m ago