পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে সাবেক এক শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. রায়হান (২৭) হাটহাজারী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি।
আজ বুধবার দুপুরে নগরীর হাটহাজারী থানার প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ। এ সময় রায়হান নিজেকে শিবির নেতা পরিচয়ে আসামিদের পক্ষে থানায় উপস্থিত হন।
তিনি আরও বলেন, একপর্যায়ে রায়হান দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। পরে তিনি এক পুলিশ সদস্যকে শারীরিকভাবে আক্রমণ করেন।
'এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে রায়হানকে আদালতে পাঠানো হয়। গত ১৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের পুলিশের ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে' যোগ করেন তিনি।
তারেক আজিজ বলেন, এ ঘটনায় পৃথক আরেকটি মামলাও করা হবে।
Comments