চট্টগ্রাম

অনিবন্ধিত সিএনজি অটোরিকশা জব্দ করায় ২ পুলিশকে মারধর

অটোরিকশা জব্দ করার পর চালকের আসনে বসা ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা জব্দের ঘটনাকে কেন্দ্র করে ২ পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়েছে।

আজ রোববার সকালে কর্ণফুলীর মাইজ্জারটেক ফসিল ফুয়েল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ট্রাফিক সার্জেন্ট ইমতিয়াজ ও কনস্টেবল মো. কাওসার।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী এলাকার টাউন ইনস্পেক্টর (টিআই) আবু সাঈদ বকর দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল থেকে কর্ণফুলীর মাইজ্জারটেক এলাকায় দুই সার্জেন্ট ও পাঁচ কনস্টেবল অনিবন্ধিত সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। তারা একটি অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠানোর চেষ্টা করলে, অন্যান্য চালকরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।'

'পরে, খবর পেয়ে কর্ণফুলী থানার একটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং একজনকে আটক করে,' বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে একদল লোক একটি সিএনজিকে ধাওয়া করছে। এক পর্যায়ে, প্রায় ২০-২৫ জন লোক ওই সিএনজির চালকের আসনে থাকা ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধর করে। পরে, জনতা তাকে ধাওয়া করলে ট্রাফিক কনস্টেবল প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago