নাশকতার মামলা: হাইকোর্টে জামিন আবেদন করেছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের হওয়ায় মামলায় হাইকোর্ট বিভাগে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার আইনজীবীর মাধ্যমে তিনি জামিন আবেদন করেন। গত ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

মির্জা ফখরুলের আইনজীবী কায়সার কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনোভাবেই জড়িত নন। তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। এই একই মামলায় অভিযুক্ত শাহজাহান ওমর ইতোমধ্যে জামিন পেয়েছেন।'

তিনি আশাবাদ ব্যক্ত করেন, কয়েক দিনের মধ্যেই জামিন আবেদনটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় উঠবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুলকে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। তারপর থেকে তিনি কারাগারে আছেন।

Comments

The Daily Star  | English

Purbachal plot scam: Verdicts in 3 cases against Hasina, Joy, Putul today

The trials were completed quickly as 22 out of 23 accused did not appear before the court, says prosecution

10h ago