৭১’র হত্যাযজ্ঞে সহযোগিতাকারীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছিল, তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে।

আজ মঙ্গলবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছেন যে ১৯৭১ কোনো ঘটনাই ছিল না।'

তিনি আরও বলেন, 'মুক্তিযুদ্ধ আন্দোলন, মুক্তিযুদ্ধ, লাখ লাখ মানুষের আত্মত্যাগ, দীর্ঘ নয় মাস ধরে চলা যুদ্ধ এবং বাড়িঘর ছেড়ে কোটি মানুষের ভারতে আশ্রয় নেওয়া, বাড়িতে থাকতে না পারা, পালিয়ে পালিয়ে বেড়ানো—এগুলো যেন আমরা ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।'

'আর যারা সেদিন সহযোগিতা করেছিল, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আমি কারও নাম বলতে চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। আজকের এই রাত্রি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি।'

কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, 'যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি।'

তিনি বলেন, 'আমাদের পুরোনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিতে হবে, আজকের জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার জানাই তাদের। নিজের ইতিহাস জানে না যারা, তারা জাতির কোনো কল্যাণ করতে পারবে না।'

Comments

The Daily Star  | English

10 businesses, Hasina family: Tk 57,257cr in assets frozen at home, abroad

The document shows that Tk 46,805.32 crore of the assets are in Bangladesh, while the remaining Tk 10,451.54 crore are abroad.

10h ago