জেএফকে বিমানবন্দরের ঘটনায় দায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস কর্মকর্তারা: বিএনপি

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের হাতে রাজনৈতিক নেতাদের হয়রানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটি বলেছে, এ ঘটনা তদন্ত করে দায়ী কর্মকর্তাদের শনাক্ত করতে হবে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি এ বিষয়টি আলোচিত হয়েছে। ভার্চুয়ালি বৈঠকটি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবং নির্বাচন পেছানোর জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা চালুর পক্ষে চাপ দিচ্ছে।
তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসনের বিভিন্ন পদে নির্দিষ্ট ব্যক্তিদের পদায়ন নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্য থেকে হতে পারে।
বিএনপি নেতারা উল্লেখ করেন, জামায়াত বলেছে তাদের পিআরের দাবি না মানা হলে নির্বাচনে অংশ নেবে না। কিন্তু দলটি ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের বাছাই করেছে।
এক নেতা বলেন, 'জামায়াত সবসময় দ্বিমুখী আচরণ করে। বলে এক, করে আরেক—এটাই তাদের কৌশল।'
বিএনপি নেতারা বলেন, তারেক রহমান ও তার দল অন্তত ১৪৮টি আসন চিহ্নিত করেছেন, যেখানে বিএনপি শক্তিশালী অবস্থায় আছে এবং সেখানে সম্ভাব্য প্রার্থীদের বাছাই করা হয়েছে।
নেতারা তারেক রহমানকে আহ্বান জানান, দ্রুত সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করে প্রার্থী চূড়ান্ত করতে এবং প্রচারণা শুরু করতে যেন দেরি না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে।
তারা জানান, দুর্গাপূজা শেষ হলেই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
বৈঠকে দলীয় নেতারা বলেন, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের আগে নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এবং সমাবেশের অনুমতিও নেয়। তবে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা আরও বলেন, বিমানবন্দরে বিএনপি সমর্থকদের অনুপস্থিতি দলের জন্য হতাশাজনক।
নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এক নেতা বলেন, 'মিশন ও দূতাবাস কর্মকর্তারা জানতেন যে অতিথিরা কোন গেট দিয়ে কখন প্রবেশ করবেন। তারা এই তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে ফাঁস করে দেন। এ ছাড়া, বিএনপি নেতাদেরও বিভ্রান্ত করেন যাতে তারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে না পারেন।'
দলের এক নেতা জানান, সরকার তারেক রহমানকে সফরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তিনি মির্জা ফখরুলকে প্রতিনিধি হিসেবে পাঠান।
গত ২১ সেপ্টেম্বর মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সঙ্গে রওনা দেন এবং পরের দিন নিউইয়র্ক পৌঁছান। সেখানে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করা হয় এবং এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার উদ্দেশে অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়। সে সময় মির্জা ফখরুল তাদের ঠিক সামনেই ছিলেন।
Comments