আমরা ঐক্যবদ্ধ না থাকলে এক-এগারোর মতো ঘটনা ঘটা অস্বাভাবিক নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এক-এগারোর মতো ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'খুব সতর্ক থাকতে হবে, অনেকগুলো ঘটনা ঘটছে, যার আলামত ভালো না, আমি আশঙ্কা করি যদি ঐক্যবদ্ধ না থাকি, এক-এগারোর মতো ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।'

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'ফেব্রুয়ারি ডেডলাইন হওয়া উচিত। এর পরে হলে যে সম্মান নিয়ে এসেছেন, সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে।'

তিনি বলেন, 'বিতর্ক তৈরি করা হচ্ছে, এর পেছনে বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এক-এগারোতে ফিরে যাওয়ার, উদ্দেশ্যটা এরশাদ সাহেবের মতো ক্ষমতা দখল করা।'

বিএনপি মহাসচিব আরও বলেন, 'এদেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না একটা মহল, যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। শেখ মুজিবুর রহমান একদলীয় ব্যবস্থা তৈরি করেছিলেন। সুতরাং আমাদের খুব পরিষ্কার কথা যে, আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই।'

'আমরা চাই আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করুক, পার্লামেন্ট তৈরি হোক, সরকার তৈরি হোক—তারা চালাবে পাঁচ বছর। পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয়, আবার নির্বাচন হবে। নির্বাচনে জনগণ তাদের বাদ দেবে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'এই জায়গাটায় যেতে এত তর্ক-বিতর্ক কেন? আমি কিন্তু বলছি না কাজ হচ্ছে না, অবশ্যই কাজ হচ্ছে। কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনুসের সরকারের জন্য সঠিক হবে না।'

Comments

The Daily Star  | English

Why is Bangladesh’s inflation highest in South Asia?

Bangladesh Bank has hiked the policy rate on 11 occasions since May 2022

7h ago