চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

বিএনপির শুদ্ধি অভিযান ২০২৫

ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চলতি জুন মাসের শেষের দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাবে।

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর চীন বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।

চীন এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে কূটনৈতিক আদান-প্রদানের সুযোগ করে দিয়েছে।

Comments

The Daily Star  | English
Foreign banks profits vs social spending in Bangladesh

Foreign banks top profits, trail in social spending

CSR spending by multinational lenders was just 0.56% last year, compared with 9% by Islamic banks

12h ago