যুবদল নেতা নয়নকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীনের নামে মানহানি মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারী ও রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

বিএনপি ও এক যুবদল নেতাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের আইনজীবী মাহাদি হাসান জুয়েল জানিয়েছেন, যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালতে মানহানির মামলাটি করেছেন।

তিনি জানান, অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করার পর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

নথি অনুযায়ী, গত ১ নভেম্বর সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে রাজধানীর বিএমএ অডিটরিয়ামের শহীদ শামসুল আলম হলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন।

এজাহারে নাসীরুদ্দীনের মন্তব্য হিসেবে বলা হয়েছে, 'জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন। ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।'

Comments

The Daily Star  | English

ACC to scrutinise affidavits of aspirants

For the first time, the Anti-Corruption Commission will scrutinise the affidavits of general election aspirants to hold them accountable for their declared assets and liabilities.

8h ago