লালমনিরহাটে সতী নদীর ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করল যুবদল

লালমনিরহাট সদর উপজেলায় টাপুর গ্রামে সতী নদীর ওপর দৃষ্টিনন্দন সাঁকো। ছবি: স্টার

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের টাপুর গ্রামে সতী নদীর ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে যুবদলের নেতা-কর্মীরা। নিজেদের অর্থায়নে ও পাঁচ দিন ধরে স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সাঁকো চালু হওয়ায় যাতায়াতের দুর্ভোগ ঘুচেছে অন্তত ১০ হাজারের বেশি গ্রামবাসীর। তবে স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

টাপুর গ্রামের কৃষক আবেদ আলী (৬৫) বলেন, সতী নদীর ওপর কোনো সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। আগে গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে সাঁকো তৈরি করতেন। এবার যুবদলের নেতারা মজবুত সাঁকো তৈরি করে দিয়েছেন। সাঁকো হওয়ায় গ্রামবাসীর অনেক সুবিধা হয়েছে। এখন রিকশা-সাইকেলও চলাচল করতে পারছে।

টাপুর গ্রামের আরেক বাসিন্দা আজাহার আলী (৫০) জানান, সাঁকোটি মজবুতভাবে নির্মাণ হওয়ায় গ্রামবাসী এখন সহজেই জেলা শহরসহ আশপাশের এলাকায় যাতায়াত করতে পারছেন। তিনি বলেন, 'যুবদলের নেতা-কর্মীরা নিজেরাই এই কাজটা করেছেন।'

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, 'এলাকার মানুষের কষ্টের কথা জেনে আমরা নিজেরাই চাঁদা তুলে এই বাঁশের সাঁকো তৈরি করেছি। আমাদের নেতাকর্মীরাই পাঁচ দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন, কোনো শ্রমিক নেওয়া হয়নি।'

সংগঠনের সদস্যসচিব হাসান আলী জানান, গত দেড় মাসে জেলা যুবদলের নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকায় ৭০ কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন। 'আমরা নিজেরা চাঁদা ও শ্রম দিয়ে মানুষের চলাচলের সুবিধার জন্য কাজ করছি। সামনে আরও কয়েকটি রাস্তা ও সাঁকো সংস্কারের পরিকল্পনা আছে,' বলেন তিনি।

বাঁশের সাঁকোটি উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, 'লালমনিরহাট জেলা যুবদল জনগণের কল্যাণে কাজ করছে। তারা নিজেদের উদ্যোগে সড়ক সংস্কার ও বাঁশের সাঁকো নির্মাণ করছে—এটা সত্যিই প্রশংসার যোগ্য। রাজনৈতিক কর্মীদেরকে এভাবেই জনগণের পাশে থাকতে হবে।'

লালমনিরহাট জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, 'আমরা টাপুর গ্রাম পরিদর্শন করব। সতী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা হবে।'

Comments