লালমনিরহাটে জমির দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৪

ছবি: স্টার

লালমনিরহাটের আদিতমারীতে জমিন বিরোধ নিয়ে সংঘর্ষে ৮৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। 

নিহত আছিয়া বেওয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মারধর করার পর ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি মারা যান।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের ছেলে দলিল উদ্দিন বলেন, 'আমাদের তিন বিঘা জমি আছে। এখানে আমাদের বসতভিটা। চাচাত ভাই আতিয়ার রহমান ও মতিয়ার রহমান অবৈধভাবে ৪০ শতক জমি মালিকানা দাবি করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু তারা মানেননি। আজ সকালে ট্রাক্টর দিয়ে জোর করে জমি চাষ করতে আসে আমার চাচাত ভাই ও তাদের লোকজন। আমার বৃদ্ধা মা ও আমরা কয়েকজন বাধা দিলে তারা দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।' 

'আমার মাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।'

দলিল উদ্দিন আরও জানান, হামলায় তাদের পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। তারা  হাসপাতালে ভর্তি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে ছিলেন আছিয়া বেওয়া ও তার দুই ছেলে। গ্রামে একাধিকবার সালিশ হলেও প্রতিপক্ষ তা মানেনি। আজ সকালে তারা অতর্কিতে জমি দখলে নিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বৃদ্ধাকে মারধরের পর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।'

তিনি জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

7h ago