মাদারীপুরে জমির বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, অভিযুক্ত গ্রেপ্তার
মাদারীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ শেখ (৪০) ওই এলাকার জাবেদ শেখের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
ঘটনার পর বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত সজীব হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকার মোস্তফা শেখের ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আজাদ জানান, নিহত জাহিদ শেখের সঙ্গে অভিযুক্ত সজীব হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার দুপুর ৩টার দিকে সজীব জাহিদের বাড়িতে এসে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে ঝগড়া-বিবাদ তীব্র হলে সজীব হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদের গলায় এলোপাতাড়ি আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।'
'পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও বলেন, 'ঘটনার সময় নিহত জাহিদ শেখের স্ত্রী চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে সজীবকে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজীবকে গ্রেপ্তার করে।'
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


Comments