লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৪

লক্ষ্মীপুরে দক্ষিণ মজুপুর গ্রামে ৬০ বছর বয়সী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার ভোররাতে সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ছকিনা বেগম ওই এলাকার মৃত সফি উল্যার স্ত্রী। দুই বছর আগে তার স্বামী মারা যান।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, দুর্বৃত্তরা ছাদের সিঁড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত ছকিনা বেগমকে হত্যা করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোনের ছেলে মো. রাজু দ্য ডেইলি বলেন, 'রাতে দুর্বৃত্তরা খালার রুমে ঢুকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় তার ছেলের বউ রুবি চিৎকার করলে, আশপাশের লোকজন এগিয়ে আসে। হামলাকারীরা তার আগেই পালিয়ে যায়।'

রাতেই প্রতিবেশিদের সহযোগিতায় ছকিনা বেগমকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই আবু ছিদ্দিক বলেন, 'আমার বোনের গলায়-কানে স্বর্ণাংকার ছিল। কিন্তু হত্যাকারীরা সেগুলো নেয়নি।'

ডাকাতির ঘটনা হলে স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র নিয়ে যেতো বলে মনে করেন তিনি।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছকিনা বেগমের দুই পুত্রবধু রুবি ও পূর্ণিমাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

ছকিনা বেগমের দুই ছেলে বিবাহিত ও বিদেশে থাকে। বড় ছেলের বউ রুবি তার সঙ্গে থাকেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago