আমি শুধু ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম: হামলাকারী

ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম: পুলিশকে হামলাকারী
সন্দেহভাজন হামলাকারী। ছবি জিও নিউজের সৌজন্যে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিরাপত্তাবাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক সন্দেহভাজন হামলাকারী।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের রেকর্ড করা এক ভিডিওতে সন্দেহভাজন হামলাকারী বলেন, 'আমি শুধু ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম। আমি এটা করেছি কারণ তিনি জনগণকে বিভ্রান্ত করছিলেন। আমি এটা মেনে নিতে পারিনি। যেদিন তিনি সমাবেশ শুরু করেন সেদিন থেকেই আমি এটা করার সিদ্ধান্ত নেই।'

তিনি আরও বলেন, 'এর পেছনে আর কেউ জড়িত না। আমার সঙ্গে কেউ নেই।'

সন্দেহভাজন হামলাকারী জানান, মোটরসাইকেলে তিনি ওয়াজিরাবাদে এসেছিলেন। সাইকেলটি তার মামার দোকানে রেখেছিলেন।

ভিডিও ফুটেজটি পুলিশ রেকর্ড করেছে বলে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলজাজিরাকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে ইমরানের খানের জ্যেষ্ঠ সহযোগী রওফ হাসানের বরাতে আলজাজিরা জানায়, ইমরান খানের ওপর হামলায় জড়িতদের ১ জন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন। সেসময় অপর ১ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

রওফ হাসান বলেন, 'ইমরান খানকে হত্যার উদ্দেশে হামলা করা হয়।'

আজ বৃহস্পতিবার আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের সপ্তম দিনে রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দূরে ওয়াজিরাবাদে এ হামলার ঘটনা ঘটে।

বর্তমানে ইমরান খান হাসপাতালে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago