হাদিকে গুলি: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ

হাদিকে গুলির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি: মাহফুজ আহমেদ/ স্টার

রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। 

এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসু ভবন থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। 

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেখানে সমাবেশ করেন ডাকসুর নেতারা। সমাবেশে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, 'শরিফ ওসমান হাদির লড়াইই আমাদের লড়াই। আজ তাকে গুলি করা হয়েছে, কিন্তু এ হামলা তার সংগ্রামকে থামাতে পারবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। যদি অপরাধীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে কঠোর আন্দোলন শুরু হবে।'

ডাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ জানান, 'অপরাধীরা যদি গ্রেপ্তার না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবে না।'

এর আগে সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্যের পাদদেশে স্বাধীন বাংলা ছাত্র সংসদ নামে একটি প্ল্যাটফর্ম পৃথক বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনের নেতারা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

বিকেল সাড়ে ৫টার দিকে স্টুডেন্টস অ্যাগেইনস্ট টেরোরিজম ব্যানারে আরও একটি শিক্ষার্থী গোষ্ঠী একই স্থানে সমাবেশ করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিকেল ৫টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু করে সোহরাওয়ার্দী হল পর্যন্ত গিয়ে আবার জিরো পয়েন্টে শেষ হয়। 

এরপর সমাবেশে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, 'ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা, রাজনৈতিক মতভেদ না থাকা সত্ত্বেও সবাই তাকে শ্রদ্ধা করে। যারা ভদ্রতার আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সতর্ক করে দিচ্ছি— বাংলাদেশের শিক্ষার্থীরা এটি মেনে নেবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি এমন হামলা ঘটে, কোনো হামলাকারীকে ক্যাম্পাস থেকে পালাতে দেওয়া হবে না।'

চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, 'আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, ওসমান হাদির ওপর হামলার জন্য দায়ীদের গ্রেপ্তার করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন জুলাই আন্দোলনে মানুষের পাশে ছিল, তেমনি থাকবে। ভারতের মাটি থেকে অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আমাদের ভাইদের হত্যার ষড়যন্ত্র করছে।'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিকেল ৫টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের তালাইমারী মোড়ে গিয়ে শেষ হয়। 

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ছাত্রশিবিরের রাবি ইউনিট সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 'জুলাই বিপ্লবের কমান্ডার শহীদ আলী রায়হানের ওপর ছোড়া গুলি আমাদের আন্দোলন থামাতে পারেনি। প্রতিবন্ধকতা বা গুলি—কিছুই আমাদের থামাতে পারবে না। আমরা কখনও গুলিতে বা হামলায় থেমে যাইনি, ভবিষ্যতেও থামব না।'

রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেন, 'নির্বাচনী তফসিল ঘোষণার মাত্র একদিন পরই একজন স্বতন্ত্র প্রার্থীকে গুলি করা হলো। এটি স্পষ্ট করে দিচ্ছে যে এই নির্বাচন কতটা ভয়াবহ হতে পারে।'

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে সন্ধ্যা ৭টায় প্রতিবাদী মশাল মিছিল করেছে ছাত্র ফেডারেশন। এছাড়া মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রদল, ছাত্রশিবির ও খেলাফত মজলিসের নেতা-কর্মীরা।

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী তরিকুল সুজন বলেন, 'তফসিল ঘোষণার পরদিনই এটা কেবল ওসমান হাদির উপর গুলি নয়, এটা নির্বাচন-ব্যবস্থা ও অভ্যুত্থানকারী শক্তির উপরেও হামলা। অন্তর্বর্তী সরকার ১৬ মাসেও একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেননি। নারায়ণগঞ্জে বাসস্ট্যান্ড দখল নিতে গুলি ছোড়ার ঘটনা দেখেছি। কিন্তু প্রশাসন সেসব অস্ত্র উদ্ধারেও ব্যর্থ হয়েছে। আমরা এই প্রশাসনকে ধিক্কার জানাই।'

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, 'ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আছেন। আমরা প্রশাসনকে বলতে চাই, জুলাই যোদ্ধাদের যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন, তাহলে দায়িত্ব পালনের দরকার নাই।' 

ঝালকাঠি

হাদির জন্মস্থান ঝালকাঠিতে বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টা কলেজ চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। 

কুষ্টিয়া

সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বরে বিক্ষোভ কর্মসূচি করে আহত জু্লাই যোদ্ধারা। উপজেলা আহত জুলাই যোদ্ধা কমিটির সভাপতি আমির হামজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম রিপন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মফিজুর রহমান শাহিনসহ অন্যরা।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠনের  নেতাকর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। শহরের সুপারমার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

8h ago