বাবাকে হত্যার পর অস্ত্রসহ থানায় হাজির ছেলে
রংপুরে বাবাকে জবাই করে হত্যার পর অস্ত্রসহ অভিযুক্ত ছেলের থানায় উপস্থিত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুরে নগরীর মমিনপুর মহেশপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম মোকলেসুর রহমান (৫২)। ঘটনায় অভিযুক্ত ছেলের নাম মাসুদুল হাসান (২৪)।
রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে তীব্র বিরোধ চলছিল। জমি বিক্রি করে টাকা পেতে কিছুদিন ধরে বাবাকে চাপ দিচ্ছিলেন খুনের অভিযুক্ত ছেলে মাসুদুল। সোমবার দুপুরে সেই বিরোধ চরমে পৌঁছায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠা মাসুদুল ধারালো অস্ত্র দিয়ে বাড়ির ভেতর তার বাবাকে জবাই করে হত্যা করে।
ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র হাতে নিয়ে অভিযুক্ত মাসুদুল নিজেই রংপুর কোতোয়ালী থানায় হাজির হয়। খবর পেয়ে দ্রুত মাসুদুল হাসানকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মোকলেসুর রহমানের মরদেহ উদ্ধার করে। যা ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনা জানার পর তাৎক্ষণিক থানা পুলিশকে খুনি ছেলে মাসুদুলকে আটক করার নির্দেশ দেই। ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে।'
তিনি আরও বলেন, 'বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এই নৃশংস ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।'


Comments