লক্ষ্মীপুরে আবারও বাসে গ্যাস নিতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ৩

দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আবারও গ্যাস রিফিলের সময় একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনটিতে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনাকবলিত 'আল মদিনা' নামে লোকাল বাসটির যাত্রী আবুল কালাম (২১) ও বাসের কর্মী মো. রুবেল (৩০) নিহত হন।

এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে আরেকটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহত হয়।

আজকের দুর্ঘটনায় নিহত আবুল কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতদের দুজন হলেন- নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম (২৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গ্যাস রিফিলের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই কালাম মারা যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় ও অন্য দুইজনকে নোয়াখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গ্রিণ লিফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, বাসটির সিলিন্ডার ত্রুটি ছিল।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, একই ফিলিং স্টেশনে এর আগেও গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মামলা এখনো চলমান। এখন আবার বিস্ফোরণে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

We’ll respond to politics with politics, not with religion: Fakhrul

BNP unfazed by Jamaat’s efforts to form alliance with Islamist parties, he says

1h ago