শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ  

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ হয়েছে।

তারা হলেন—ব্যবসায়ী আবুল হাশেম প্রধানের স্ত্রী শামসুন্নাহার (৩২) ও তার ছেলে সানোয়ার হোসেন প্রধান (১২)।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (উত্তরপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক চিকিৎসার পর দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

শামসুন্নাহারের ভাই মহিউদ্দিন জানান, বাড়ির দোতলায় রান্নাঘরে চুলায় আগুন জ্বালানোর সাথে সাথেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে পুরো ঘরে আগুন ধরে যায়। রান্নাঘরের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং নিচ তলার গাড়ি রাখার গ্যারেজের স্টিলের গেইট খুলে পড়ে যায়। তার ধারণা, লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে থাকতে পারে। যার কারণে আগুন জ্বালানো মাত্রই দুর্ঘটনা ঘটে।

মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালের ব্যবস্থাপক (ম্যানেজার) মূসা কলিমূল্লাহ জানান, শামসুন্নাহার ও তার ছেলে সানোয়ার হোসেন প্রধানকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দগ্ধদের গাড়িতে রেখেই প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শামসুন্নাহারের শরীরের ৯০ ভাগ এবং তার ছেলে সানোয়ারের মুখমন্ডল দগ্ধ হয়েছে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে খোঁজ নিয়ে দেখছেন।

Comments

The Daily Star  | English

‘There’s no fish there’

Fishermen in Bhola borrow to celebrate Eid amid Hilsa crisis

35m ago