হাসপাতালে নেওয়া হলো অনশনরত তারেককে

ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে নিবন্ধনের দাবিতে আমরণ অনশন করা 'আমজনতা দল'-এর সাধারণ সম্পাদক তারেক রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটক থেকে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। গত ৪ নভেম্বর থেকে সেখানে অনশন করছিলেন তিনি। 

আমজনতার দলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, তারেক ১৩৫ ঘণ্টা ধরে দলের নিবন্ধনের দাবিতে অনশন করছিলেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ঘটনাস্থলে এসে তাকে হাসপাতালে যেতে রাজি করান। 

এদিকে, বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সালাহউদ্দিন আহমদ পরবর্তী আপিলে নির্বাচন কমিশনকে সহানুভূতি দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

41m ago