চট্টগ্রাম

৪ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

মাদ্রাসার চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম নগরীর কলসি দীঘির পাড় এলাকা থেকে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওমর ফারুকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। কলসি দীঘি এলাকার মারকাজুল হাফেজ মাদ্রাসার শিক্ষক তিনি।

গত ২০ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে চার মাদ্রাসাশিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চট্টগ্রামের বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে শিক্ষক ওমর ফারুককে পুলিশের হাতে তুলে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলেছেন, অভিযুক্ত শিক্ষক তার কক্ষে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের ধর্ষণ করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওসি জানান, আবাসিক মাদ্রাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী থাকে। মাদ্রাসাটিতে আরবি ও অন্যান্য বিষয়ে পড়ানো হয়।

Comments

The Daily Star  | English
Sheikh Hasina verdict

Prosecution appeals SC to upgrade life sentences of Hasina, Kamal to death

The prosecution has filed an appeal on eight grounds, challenging the tribunal’s verdict

20m ago