উল্টো পথে প্রাডো গাড়ি, বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

উল্টো পথে চলা গাড়ি ও মারধরের শিকার ট্রাফিক কনস্টেবল। ছবি: সংগৃহীত

বন্দরনগরীতে চট্টগ্রামে উল্টো পথে গাড়ি চালাতে বাধা দেওয়ায় এক পুলিশ কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে নগরীর খুলশী থানাধীন খুলশী ১ নং রোডে এ ঘটনা ঘটে। 

পরে স্থানীয় ছাত্র-জনতার সহায়তায় গাড়িসহ চালককে আটক করে পুলিশ।

আহত ট্রাফিক পুলিশ সোহরাবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'খুলশী এলাকায় অনেকগুলো স্কুল-কলেজ। দুপুরে রাস্তায় দায়িত্ব পালন করছিলেন সোহরাব। রাস্তায় তখন জ্যাম ছিল। এমন সময় খুলশি ১ নম্বর রোডে উল্টো পথে একটি প্রাডো গাড়ি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে সিগন্যাল দেন সোহরাব।'

'এরপর গাড়ির গ্লাস নামিয়ে কলার ধরে শার্টের কলার ধরে তার নাকে কয়েকটি ঘুষি মারেন গাড়িচালক রফিকুল আলম। ঘটনা দেখে স্থানীয় লোকজন এসে চালককে আটক করে এবং আহত সোহরাবকে উদ্ধার করেন পুলিশে খবর দেন,' বলেন তিনি।

পরে গাড়িচালক রফিকুলকে খুলশী থানার হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

পুলিশ জানায়, প্রাডো গাড়িটির রেজিস্ট্রেশন সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্ট লিমিটেডের নামে। পুলিশকে মারধরের ঘটনায় চালককে সাময়িকভাবে বরখাস্ত করেছে কোম্পানিটি।
 

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

12h ago