সাগর উত্তাল: মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ

গ্যাস সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে। ছবি: স্টার

মৌসুমি বায়ুর কারণে সাগর উত্তাল থাকায় মহেশখালীর এলএনজি টার্মিনালে জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে এলএনজি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শফিউল আজম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। আবহাওয়া খারাপ থাকায় টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।'

নগরীর খুলশী আবাসিক এলাকার বাসিন্দা ফারজানা মাহবুব দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি, আশেপাশে কোথাও গ্যাস সরবরাহ নেই। পরে বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলায় রান্না করি।'

গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ লাইন দেখা গেছে।

সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জানতে চাইলে প্রকৌশলী মোহাম্মদ শফিউল আজম খান বলেন, 'বৃহস্পতিবার অফিস সময়ে মহেশখালী এলএনজি টার্মিনালে যোগাযোগ করে জানতে হবে। তার আগে কিছু বলা যাবে না।'

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিক সময় এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, বুধবার সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে এসেছে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

12h ago